মুজাহিদের সঙ্গে ৫ আইনজীবীর সাক্ষাৎ

20/06/2015 2:20 pmViews: 8
মুজাহিদের সঙ্গে ৫ আইনজীবীর সাক্ষাৎ

 ২০ জুন, ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পাঁচ আইনজীবী।

শনিবার সকালে অ্যাডভোকেট শিশির মো. মনিরের নেতৃত্বে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যান তারা।

আইনজীবীদের মধ্যে অন্যরা হলেন- অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট নাজিবুর রহমান ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের জানান, মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

এর আগে ১৬ জুন মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড দেয়া হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন।

মুজাহিদের বিরুদ্ধে আনা ৬ নম্বর অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। আদালতের দেয়া সংক্ষিপ্ত রায়ে মুজাহিদের বিরুদ্ধে এ দণ্ড ঘোষণা করা হয়। নিয়মানুযায়ী মুজাহিদের বিরুদ্ধে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ার পর তিনি এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবেন। রিভিউ নিষ্পত্তি হওয়ার পর সরকার যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে।

Leave a Reply