মুজাহিদের আপিল মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শুরু

18/05/2015 3:58 pmViews: 5

মুজাহিদের আপিল মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শুরু

 

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলায় আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। আজ শুনানি শেষ করেন মুজাহিদের আইনজীবী এস এম শাহজাহান। গত ২৯ এপ্রিল শুরু করে তিনি ছয় কার্যদিবসে ট্রাইব্যুনালের রায় ও রায় সংক্রান্ত নথিপত্র পাঠ শেষ করলেন। এরপর শুনানি শুরু করেছেন রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

Leave a Reply