মুখ খুললেন মালাইকা
মুখ খুললেন মালাইকা
গত এক বছর ধরে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান ও তার স্বামী আরবাজ খানের সম্পর্ক ভাঙনের গুঞ্জন চলে আসছে। অবশ্য সব গুঞ্জন, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইনি প্রক্রিয়ায় তারা আলাদা হয়ে যান সম্প্রতি। অথচ একটা সময় মালাইকা ও আরবাজের সম্পর্ককে আদর্শ বলে গণ্য করা হতো বলিউডে। শুধু তাই নয়, এত বছর ধরে মালাইকার আইটেম গার্ল ইমেজ থাকা সত্ত্বেও, তার সম্পর্কে কোনো গসিপ কখনো বাজারে ছড়ায়নি। আরবাজ ও তার পরিবারের অন্য সদস্যরাও এই নিয়ে মোটেও নাখোশ ছিলেন না। মিলেনিয়াম সুপার উওম্যান, ডিভা, একজন দায়িত্ববান মা ও একনিষ্ঠ স্ত্রী, এই ইমেজ বরাবরই ধরে রেখেছেন মালাইকা। কিন্তু গত এক বছরে সে ইমেজ নষ্টই হয়েছে বলা চলে। মালাইকা-আরবাজ সম্পর্কের ভাঙন ও মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে সরগরম হয়েছে গসিপ ম্যাগাজিনগুলো। এত দিন মালাইকা এ নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি তাকে নিয়ে গসিপটা একটু বেশিই হয়েছে। মালাইকার বাড়িতে বেশি রাতে যেতে দেখা গিয়েছে অর্জুনকে। এমন খবরে তোলপাড় সর্বত্র। তবু মালাইকা চুপ করেছিলেন, কিছুই বলেননি। কিন্তু সত্যটা আসলে কী? অর্জুনের সঙ্গে সত্যিই কি কোনো সম্পর্ক তৈরি হয়েছে মালাইকার? আর সেই কারণেই কি বিয়ে ভাঙল? শেষ পর্যন্ত এসব জল্পনার অবসান ঘটালেন মালাইকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অর্জুন আমার খুব ভালো বন্ধু। কিন্তু সবাই এই সম্পর্কটাকে অন্য চোখে দেখছেন, যেটা সত্যি নয়।