মুখ খুললেন বানসালি: ‘ঘনিষ্ঠ কোনো দৃশ্য নেই

30/01/2017 11:18 amViews: 7
মুখ খুললেন বানসালি: ‘ঘনিষ্ঠ কোনো দৃশ্য নেই’
 
মুখ খুললেন বানসালি: ‘ঘনিষ্ঠ কোনো দৃশ্য নেই’
‘পদ্মাবতী’ ছবির শুটিংয়ে রাজপুত কার্নি সেনা নামে ভারতের একটি একটি সংগঠনের বিক্ষোভ, হেনস্তা-মারপিটের ঘটনায় মুখ খুলেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
তার দাবি ইতিহাস  ঘেঁটে ‘পদ্মাবতী’ তৈরিতে হাত দিয়েছেন তিনি। ছবিতে মেবারের রাণী ও আলাউদ্দিন খিলজির মধ্যে কোনো ঘনিষ্ঠ দৃশ্য নেই। এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য প্রকাশ করা হয়েছে।
সঞ্জয় বলেন, ‘জয়পুর আমার প্রিয় শহর। এরআগে দু’টি ছবির শুটিং করেছি সেখানে। এমন ঘটনার সম্মুখীন হতে হয়নি। সেটে কাজ করতে আসা কর্মীদের হেনস্তা করা হয়েছে। চলেছে ভাঙচুর। এখনও ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারিনি। তাই ছবির কলাকুশলী এবং অন্য কর্মীদের নিরাপত্তার কথা ভেবে শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। তবে সকলকে একটাই কথা বলব, ইতিহাস ঘেঁটেই ‘পদ্মাবতী’র কাহিনী সাজিয়েছিলাম। ছবিতে রাণী পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির মধ্যে কোনো ঘনিষ্ঠতা বা স্বপ্নের দৃশ্যও রাখা হয়নি। কিছু না জেনেশুনেই জয়পুরে শুটিংয়ের সময় হামলা করা হয়েছে’।
মেবারের রাণী পদ্মিনীর কাহিনী অবলম্বনে এরআগে ‘পদ্মাবতী’ গীতিনাট্য পরিচালনা করেছিলেন বানসালি। সেটি প্যারিসে দেখানো হয়। সেখানকার দর্শকের প্রশংসা পাওয়ার পর ছবি তৈরির কথা মাথায় আসে তার।
উল্লেখ্য, মূল চরিত্রে সিনেমাটিতে অভিনয় করছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

Leave a Reply