মুক্তি পেলেন খন্দকার মোশাররফ
মুক্তি পেলেন খন্দকার মোশাররফ
দুই বছরের কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গাজীপুরের কাশিমপুর কারাগার- ২ থেকে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মুক্তি পান। এসময় কারা ফটকে বিএনপি নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়। কারাধ্যক্ষ সুব্রত কুমার বালা সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর বুধবার তাকে মুক্তি দেওয়া হয়। অর্থ পাচারের মামলায় ২০১৪ সালের মার্চে খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। মোশাররফের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সবগুলো মামলায় জামিন পেয়েছেন তিনি।