মুক্তি পেতে বাধা নেই ফখরুলের
মুক্তি পেতে বাধা নেই ফখরুলের
রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায়ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্র্টের আপিল বিভাগ। আজ এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এর আগে অন্য তিন মামলায়ও জামিন বহাল থাকায় মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন মির্জা ফখরুলের আইনজীবীরা। আপিল বিভাগ আদেশে বলেন, উন্নত চিকিৎসার জন্য ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেয়া হলো। ছয় সপ্তাহ পর তাকে আদালতে আবারও আত্মসমর্পণের নির্দেশনা দেন আদালত। নাশকতার কাজে উস্কানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে পল্টন থানা পুলিশ। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন।