মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র আজ তিরোহিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজ তিরোহিত হয়েছে।
বুধবার বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণ যে আন্দোলন করছে, নিঃসন্দেহে তা লক্ষ্যে পৌঁছাবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পাবে।
বেলা ১২টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন। সেখানে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতা আ স ম হান্নান শাহ, শাহজাহান ওমর, ওসমান ফারুক, এজেডএম জাহিদ হোসেন, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নুরী আরা সাফা, শিরিন সুলতানাসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।