মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে হবে: গওহর রিজভী

26/09/2016 10:00 amViews: 12
মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে হবে: গওহর রিজভী
 
মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে হবে: গওহর রিজভী
শুধু মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললেই তার যথাযথ লালন হয় না। এর বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করে ব্যাক্তি পর্যায়ে মানুষের মধ্যে ধারণ করার মাধ্যমে চেতনাকে লালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৮ম মাসিক সভা উপলক্ষে সোসাইটি মিলনায়তনে আয়োজিত  ‘বাংলাদেশে উচ্চশিক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রিজভী আরও বলেন, এখন মুক্তিযুদ্ধের চেতনা বলতে মানুষের মুখেমুখে বলা একটি কথা হয়ে গিয়েছে। এটি বললেই আমরা এর পেছনে চলে যাই। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যথাযথভাবে গবেষনার অভাবেই মুক্তিযুদ্ধের এত বছর পার হলেও আমরা এখন পর্যন্ত ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক হতে পারি নি। তাই চারিদিকে উন্নয়নের এত জোয়ার থাকতেও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার মত নানা সমস্যায় সমাজ জর্জরিত। তাই এ চেতনা কে যথাযথভাবে লালন করা ও নিজেদের মধ্যে ধারন করার জন্য শুধু উচ্চশিক্ষা নয় বরং প্রাথমিক স্তর থেকেই এ বিষয়ে পাঠদান করতে হবে।
বাংলাদেশ এশিয়টিক সোসাইটির সভাপতি ড. আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন আর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান সহ আরও অনেকে।

Leave a Reply