মীর কাসেমের আপিলের রায় ৮ মার্চ

24/02/2016 10:15 pmViews: 5
মীর কাসেমের আপিলের রায় ৮ মার্চ
মীর কাসেমের আপিলের রায় ৮ মার্চ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের উপর জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃতাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আপিলের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করে দেয়।
এর আগে প্রধান বিচারপতি আপিলের রায় ঘোষণা জন্য ২ মার্চ দিন ধার্য করেন। পরে বেলা সোয়া একটায় এই তারিখ পরিবর্তন করে ৮ মার্চ দিন ধার্য করে দেন।
বেঞ্চের অন্য চার সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
সকালে আপিলের উপর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে তার বক্তব্যের জবাব দেন মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়। ঐ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন তিনি। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আপিলের উপর শুনানি শুরু হয়।

Leave a Reply