মীর কাশেমের আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার সময় বেড়েছে

28/05/2015 1:30 pmViews: 6

 

মীর কাশেমের আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার সময় বেড়েছে

 ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার,

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দ-িত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর করা আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার সময় চার সপ্তাহ বেড়েছে। এই সময়ের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত ২২শে এপ্রিল মীর কাশেম আলীর আপিলের সারসংক্ষেপ ২০শে মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। পরে এ বিষয়ে সময় আবেদন করেন মীর কাশেম আলীর আইনজীবীরা।

Leave a Reply