মিয়ানমার ইস্যুতে সর্বদলীয় বৈঠক করুন : নোমান

26/11/2016 5:21 pmViews: 8
মিয়ানমার ইস্যুতে সর্বদলীয় বৈঠক করুন : নোমান
 
মিয়ানমার ইস্যুতে সর্বদলীয় বৈঠক করুন : নোমান
মায়ানমারে চলমান রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সমস্যা সমাধানের জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টির আয়োজনে রোহিঙ্গাদের হত্যা বন্ধের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
তিনি বাংলাদেশ সরকারকে উদ্দেশ করে বলেন, মিয়ানমারের সমস্যা সমাধানের জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে পরামর্শ নিন, কিভাবে সমস্যার সমাধান করা যায়।
নোমান বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে জোরদার বক্তব্য তুলে ধরতে পারেননি। বাংলাদেশের উচিত কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধান করার জন্য বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানানো। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে এক সঙ্গে আওয়াজ তোলারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সূচি এখনো কোনো বক্তব্য রাখেননি। ফলে তার শান্তিতে নোবেল পুরস্কার অনর্থ হয়ে যাবে। তার উচিত নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেয়া।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিকের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান,সাইদুর রহমান তামান্ন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমউত উল্লাহ প্রমুখ।

Leave a Reply