মিয়ানমারের নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়
মিয়ানমারের নির্বাচনে আগাম পরাজয় স্বীকার করে নিয়েছেন ক্ষমতাসীন ইউএসডিপি’র চেয়ারম্যান তাই ও। সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অং সাং সু চি’র দলের কাছে তার পরাজয়ের কথা স্বীকার করে নেন। তিনি বলেন,আমরা হেরেছি। আমি নির্বাচনের ফলাফল মেনে নেব।
রোববার অনুষ্ঠিত শান্তিপূর্ণ এ নির্বাচনের ফল সোমবার দুপুর পর্যন্ত প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দাবি, বাক্সে পড়া ভোটের ৮০ শতাংশই তারা পেয়েছে।
দেশটিতে ২৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরে এটা নিশ্চিত যে সু চি’র দল এনএলডির কাছে শোচনীয়ভাবেই হারতে যাচ্ছে ক্ষমতাসীনরা।
তাই ও রয়টার্সকে বলেন, আমরা অবশ্যই হারের কারণ অনুসন্ধান করবো। এদিকে নিজের আসনেই পরাজিত হয়েছেন তাই ও। এজন্য অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন তিনি। যে আসনটিতে ইউএসডিপির যথেষ্ট সমর্থন ছিল।
তিনি বলেন, আমরা এই এলাকার জন্য অনেক কাজ করেছিলাম। এখানে আমরা হেরে যাবো কখনো ভাবিনি। যাই হোক এটা জনগণের রায়।
এদিকে নির্বাচনে ৮০ ভাগ আসনে জয়ের দাবি করেছে এনএলডি।