মিস ওয়ার্ল্ড হলেন মেগান ইয়াং
বিবিসির খবরে আরও বলা হয়, ফ্রান্সের ম্যারিন লর্ফেলিন দ্বিতীয় এবং ঘানার ক্যারানজার ওকাইলি তৃতীয় হয়েছেন।
শিরোপা জয়ের খবর ঘোষণার পরই ঝলমলে গাউন পরে বালির নুসা দুয়া কনভেনশন সেন্টারের মঞ্চে ওঠেন ইয়াং। গতবারের মিস ওয়ার্ল্ড চীনা সুন্দরী ওয়েনজিয়া তাঁকে এবারের মুকুট পরিয়ে দেন।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কট্টরপন্থী মুসলিমদের বিক্ষোভের মুখে বালিতে সরিয়ে নেওয়া হয়।