মিসাইল ধরার রাডার রাশিয়ার

06/10/2017 5:15 pmViews: 58

মিসাইল ধরার রাডার রাশিয়ার

 

মিসাইল ধরার রাডার আনছে রাশিয়ামিসাইল ধরার রাডার আনছে রাশিয়া

রাশিয়া আগামী ২০১৯ সালের মধ্যেই মিসাইল ধরার রাডার নিয়ে আসছে। ভরোনেজ নামে সেই প্রযুক্তিটির নির্মাণকাজ চলছে বলে জানায় রাশিয়ার স্পেস ফোর্সের কমান্ডার ইন চিফ জেনারেল আলেক্সান্ডার গলোভকো।
বুধবার তিনি জানান, রাশিয়ার কোমি ও মুরমানস্ক অঞ্চলে পেণাস্ত্র সতর্কতা সঙ্কেতধারী এই প্রযুক্তি তৈরি হচ্ছে, যা ২০১৯ সালের মধ্যে শেষ হবে।
তিনি বলেন, প্রকল্পটিকে রাশিয়ার স্পেস ফোর্স তাদের ‘টপ প্রায়োরিটি’ হিসেবে দেখছে।
এই প্রযুক্তি ডেভেলপ করা হলে খুব সফলতার সাথে যেকোনো ধরনের পেণাস্ত্র হামলা ঠেকাতে পারবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া পেণাস্ত্র বিধ্বংসী যেসব প্রযুক্তি বর্তমানে কার্যকর আছে তার আপডেটও জানান আলেক্সান্ডার।
৪ অক্টোবর বার্ষিক স্পেস ফোর্সেস ডে উদযাপন করেছে রাশিয়া। ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ নিপে করেছিল। সেটাকে স্মরণ করে প্রতিবছর স্পেস ফোর্সেস ডে পালন করে দেশটি। এবারের উৎসবে ভরোনেজ প্রযুক্তিটির আপডেট ঘোষণা করা হয়।

স্বাধীনতা ঘোষণার দায়ে গ্রেফতারের ভয় করি না : কাতালান নেতা

রয়টার্স

কাতালোনিয়া অঞ্চলের নেতা কার্লোস পুয়েজমন্ড বলেছেন, স্পেন থেকে এই অঞ্চলের স্বাধীনতার জন্য নিষিদ্ধ গণভোটের আয়োজন করার জন্য গ্রেফতার হওয়ার কোনো ভয় তার নেই। গত রোববার স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত ভোটে মাদ্রিদ বল প্রয়োগ করে বাধা দিয়েছিল।
]ভোটের দিন স্প্যানিশ দাঙ্গা পুলিশ ভোটারদের ওপর লাঠি ও রাবার বুলেট ব্যবহার করেছে। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে এবং স্পেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সাংবিধানিক সঙ্কটের মধ্যে পড়েছে। ভোটের ফলাফলে দেখা যায়, ৯০ শতাংশ জনগণ স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছেন, এর ভিত্তিতেই আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার কথা। কাতালানদের ভোটের মাত্র ৪৩ শতাংশ ছিল যারা স্পেনের বাকি অংশকে সমর্থন করে ব্যালট বয়কট করেছিল।
মঙ্গলবার প্রকাশিত জার্মানির ডেইলি বিলড পত্রিকার সাথে সাক্ষাৎকার দেয়ার সময় পুয়েজমন্ডকে বলা হয়েছিল আপনি তো গ্রেফতার হতে পারেন। উত্তরে তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি এটাকে ভয় পাই না।’ তিনি বলেন, ‘স্প্যানিশ সরকার যা করছে তা নিয়ে আমি বিস্মিত নই। আমাকে গ্রেফতার করাও সম্ভব, তবে এই ধাপটি খুব বর্বর হবে।’ স্পেন সরকার কিংবা বিচার বিভাগ তাকে গ্রেফতারের হুমকি দেয়নি। অবশ্য সাংবিধানিক আদালত এই গণভোট করার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা উপেক্ষা করায় আইন অমান্য করার অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। পুয়েজমন্ড বলেছেন, গণভোট প্রমাণ করেছে, কাতালান জনগণের ইচ্ছা স্পেন থেকে পৃথক হওয়া। তারা স্বাধীন হওয়ার অঙ্গীকার ঘোষণা করেছে।
স্পেনের রাজা লাখ লাখ কাতালানকে উপো করেছেন : পুয়েজমন্ড
স্পেনের কাতালোনিয়ার নেতা কার্লোস পুয়েজমন্ড ‘সচেতনভাবে লাখ লাখ কাতালানকে উপো’ করার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সমালোচনা করেছেন। বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে পুজদেমন এ সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, কাতালোনিয়ার গণভোট প্রসঙ্গে রাজা স্পেনীয় সরকারের অবস্থান অবলম্বন করেছেন। এর আগে মঙ্গলবার রাতে স্পেনের রাজা ফেলিপে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন; ভাষণে কাতালানদের রোববারের গণভোটকে ‘অবৈধ’ ও ‘অগণতান্ত্রিক’ বলে বর্ণনা করেন তিনি। এর ২৪ ঘণ্টা পর দেয়া বক্তব্যে পুজদেমন বলেন, ‘স্পেনের সংবিধান রাজাকে মধ্যস্থতাকারীর ভূমিকা দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।’

Leave a Reply