মিসরে মুরসি সমর্থক ৫২৯ জনের মৃত্যুদন্ড
কায়রো, ২৪ মার্চ : মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহম্মদ মুরুসির সমর্থক ব্রাদ্রারহুডের ৫২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দিয়েছে দেশটির আদালত। গত বছরের আগস্টে রাবেয়া স্কয়ারে বিক্ষোভের সময় মাতায়া পুলিশ স্টেশনের ডেপুটি কমান্ডার মাত্তায়া আল আত্তার খুনের ঘটনায় সোমবার এ রায় দেয় আদালত। খবর বিবিসি। এদিকে মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আসামীপক্ষ।
ব্রাদারহুডের মুখপাত্র আব্দুল্লাহ আল হাদ্দাদ বলেন, মিসর এখন একনায়কতন্ত্রের অধীনে চলছে। আজকের রায় এটাই প্রমাণ করে। তিনি বলেন, এ রায় একটি অশনি সংকেত। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। হয়তো রায়ে বদলাতে পারে। তবে সামরিক অভুত্থানের পর এটা এখন অন্যরকমের মিশর। দেশে একনায়কতন্ত্র চলছে, আর তা প্রতিষ্ঠা করছেন আব্দুল ফাত্তাহ আল সিসি।
আদালতের রায় দেয়ার সময় ১৪৭ জন অভিযুক্ত উপস্থিত ছিলেন, বাকিদের অজ্ঞাত হিসেবে মামলায় শাস্তি প্রদান করা হয়। ব্রাদারহুডের আইনজীবিরা এ বিচারকে অন্যায় ও পক্ষপাতমূলক বলে দাবি করেছেন। তারা মামলা খারিজের আবেদন করলে বিচারক তা প্রত্যাখ্যান করে দেন।
এদিকে মামলার রায়টি এখন অনুমোদনের জন্য দেশটির প্রধান গ্রান্ড মুফতির নিকটে যাবে। তিনি চাইলে তা প্রত্যাখ্যান করতে পারেন। উল্লেখ্য, মিসরের আদালতে বিভিন্ন অভিযোগে ১২০০ ব্রাদারহুড কর্মীর বিচার চলছে।