মিসরে ব্রাদারহুড-পুলিশ সংঘর্ষে নিহত ৩,আটক ২৬৫
মিসরে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে ব্রাদারহুডের ৩ কর্মী নিহত হয়েছে এবং অগণিত হতাহতের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ২৬৫ জনকে আটক করেছে।
ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ধরপারকর শুরু করার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ব্রাদারহুডের বিক্ষোভ চলাকালে সংঘর্ষ এত ব্যাপক আকার ধারণ করে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে রাজধানী কায়রোতে নিহত হয়েছে একজন ব্রাদারহুড সমর্থক, দামিয়েত্তা এলাকার নাইল ডেল্টা শহরে সংঘর্ষে গুলিতে নিহত হয়েছে ২০ বছর বয়সী এক ব্রাদারহুড সমর্থক এবং কায়রোর দক্ষিণে মিনিয়া এলাকায় নিহত হয়েছে অপর ব্রাদারহুড সমর্থক।
কায়রোসহ অন্তত আরো চারটি শহরে এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
সূত্র : আলজাজিরা