মিশরে ব্যাপক সেনা অভিযানে ১৯ জঙ্গি নিহত
মিশরে ব্যাপক সেনা অভিযানে ১৯ জঙ্গি নিহত
মিশরের ওয়েস্টার্ন ডেজার্ট ও সিনাই উপদ্বীপে দেশটির নিরাপত্তা বাহিনীসমূহের ব্যাপক অভিযানের ১৫তম দিনে কমপক্ষে ১৯ জঙ্গি নিহত হয়েছে। আসন্ন পবিত্র কোরবানির ঈদে হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গিদের। গতকাল সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ সামির এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়েস্টার্ন ডেজার্ট অঞ্চলের বাহারিয়া ওয়াসিস এলাকায় পরিচালিত অভিযানে ১০ জঙ্গি নিহত ও একজন আহত হয়েছে। আহত জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। নর্থ সিনাই প্রদেশে সন্ত্রাসবেিরাধী ব্যাপক অভিযানের ১৫তম দিনে আরও ৯ জন নিহত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ওই সেনা মুখপাত্র আরও জানান, নিরাপত্তা বাহিনীসমূহ বাহারিয়া ওয়াসিস অঞ্চল থেকে বিপজ্জনক সশস্ত্র সন্ত্রাসীদের একটি সেলকে সমূলে উৎপাটন করেছে। গতকাল ছিল ব্যাপক এ অভিযানের ১৫তম দিন। অভিযানে শত শত জঙ্গি নিহত হয়েছে ও বেশ কয়েক শ’ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।