মিশরে ইজিপ্টএয়ার : বিধ্বস্ত হওয়ার আগে বিমানের কেবিনে ধোয়া

21/05/2016 10:03 amViews: 7
ইজিপ্টএয়ার : বিধ্বস্ত হওয়ার আগে বিমানের কেবিনে ধোয়া
 
ইজিপ্টএয়ার : বিধ্বস্ত হওয়ার আগে বিমানের কেবিনে ধোয়া
মিশরে ইজিপ্টএয়ারের বিমানটি বিধ্বস্ত হওয়ার পূর্বে তার কেবিনে ধোয়া সনাক্ত করা হয়েছিল বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এভিয়েশন হেরাল্ড নামক ওয়েব সাইটের বরাত দিয়ে বিবিসি জানায়, বিমানটির টয়লেট থেকে এই ধোয়া আসার পরপর বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে বিমানে ধোয়া সনাক্তের বিষয়ে প্যারিস বা মিশরের বিমান কতৃপক্ষ থেকে কিছু বলা হয়নি।
বৃহস্পতিবার প্যারিস থেকে মিশরে আসার পথে ৬৬ জন যাত্রী ও কেবিন ক্রু নিয়ে মিশরের ইজিপ্টএয়ারের এমএস৮০৪ ফ্লাইটটি নিখোঁজ হয়।পরে মিসরের নৌবাহিনী ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। বন্দর নগরী আলেকজান্দ্রিয়া থেকে ২৯০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বিমানের ধ্বংসাবশেষ ও যাত্রীদের মালপত্র পাওয়া যায়। মিসরের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সামরিক বাহিনীর বরাত দিয়ে এই খবর জানিয়েছে। বিবিসি।

Leave a Reply