মিশরের সর্বোচ্চ আদালতে মুরসির মৃত্যুদণ্ড বাতিল

15/11/2016 8:38 pmViews: 7
মিশরের সর্বোচ্চ আদালতে মুরসির মৃত্যুদণ্ড বাতিল
 
মিশরের সর্বোচ্চ আদালতে মুরসির মৃত্যুদণ্ড বাতিল

ছবি: এএফপি
মিশরের সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। মুসলিম ব্রাদারহুডের এই নেতাকে ২০১১ সালে আরব বসন্তের সময় কারাগার ভেঙ্গে গণহারে কয়েদি বের করার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
২০১৫ সালে মুরসি ও মুসলিম ব্রাদারহুডের ৫ নেতার মৃত্যুদণ্ড দেয়া হয়। সেই  সাজা বাতিল করে পুনরায় বিচারের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মুরসিসহ ২০ জন মুসলিম ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এছাড়া ৯৩ জনের অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আরব বসন্তের ফলশ্রুতিতে মিশরের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পরে ২০১২ সালে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মুরসি। কিন্তু মাত্র এক বছরের মধ্যে তার সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। এছাড়া জঙ্গিবাদ সংশ্লিষ্ট অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগেরও বিচার চলছে। বিবিসি।

Leave a Reply