মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মৃত্যুদন্ড

16/05/2015 3:12 pmViews: 10
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মৃত্যুদন্ড

 

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার তাকে এ সাজা দেয়া হয়।

খবর এএফপির।

এর আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলায় উসকানির দায়ে অন্য একটি আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

মিসরে মুসলিম ব্রাদারহুড সমর্থিত দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির এ নেতা ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে মিসর শাসন করছেন সেনাশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। তার পতনের পর থেকে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন চালায় সরকার। এতে কয়েকশ লোক নিহত হয়। কারাবন্দী করা হয়েছে ব্রাডারহুডের হাজার হাজার নেতাকর্মীকে।

মিসরের মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট সিসি আদালতকে নিপীড়নের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

Leave a Reply