মির্জা ফখরুলের জামিন বহাল

28/06/2015 11:46 amViews: 6

মির্জা ফখরুলের জামিন বহাল

৮ জুন ২০১৫, রবিবার

নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ফখরুলের জামিন আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয় গত ২২ জুন। সেদিন এ আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২৫ জুন দিন নির্ধারণ করে আদেশ দেন চেম্বার আদালত। ২৫ জুন শুনানির পর এটি পরবর্তী শুনানির জন্য ২৮ জুন দিন নির্ধারণ করেন আদালত। সে হিসেবে আজ আদেশ দেয়া হয়, আদেশে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখা হয়।  রোববার আদালতে ফখরুলের পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
গত ৬ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় গ্রেপ্তার হন মির্জা ফখরুল। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply