মির্জা ফখরুলকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির নির্দেশ
০৯ জুন, ২০১৫
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার রিট আবেদনটি করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে ৭টি মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। দীর্ঘ ৫ মাস কারাভোগের কারনে ইতিমধ্যে তার শরীরের ওজন প্রায় ১৪ কেজি কমে গেছে। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।