মির্জা ফখরুলকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির নির্দেশ

09/06/2015 3:58 pmViews: 6
মির্জা ফখরুলকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির নির্দেশ


 ০৯ জুন, ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মির্জা ফখরুলের পক্ষে করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। এ ব্যাপারে একটি রুলও জারি করেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার রিট আবেদনটি করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে ৭টি মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। দীর্ঘ ৫ মাস কারাভোগের কারনে ইতিমধ্যে তার শরীরের ওজন প্রায় ১৪ কেজি কমে গেছে। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Leave a Reply