মির্জা ফখরুলকে জাতিসংঘের সহকারী মহাসচিবের ফোন

22/10/2013 5:12 pmViews: 11

Taranco-Fakhrulপ্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পর মঙ্গলবার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর টেলিফোন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী মির্জা ফখরুল আলমগীর। তারানকো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির মুখপাত্রের সঙ্গে কথা বলেন।

বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান সংবাদমাধ্যমকে বলেন, ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন তারানকো। তিনি রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন।

মির্জা ফখরুল নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বিরোধীদলীয় নেতার প্রস্তাব তারনকোকে জানান। সংলাপের জন্য আওয়ামী লীগকে চিঠি পাঠানোর কথাও জানান তাকে।

বিকালে তারানকোর ফোন পাওয়ার আগে সকালে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফের ফোন পান মির্জা ফখরুল। তার আগেই সংলাপের উদ্যোগের আহ্বান জানিয়ে ফখরুলের একটি চিঠি আশরাফের বাড়িতে নিয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

নির্বাচনকালীন দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে গত মে মাসে বান কি-মুনের পক্ষ থেকে ঢাকা সফরে আসেন আর্জেন্টাইন কূটনীতিক তারানকো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন, আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।

Leave a Reply