মির্জা আলমগীরসহ ৫ বিশিষ্ট ব্যক্তিকে লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সম্মাননা
বিএনপি মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাজ্যের মূল ধারার রাজনীতিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশরা। স্থানীয় সরকার থেকে হাউস অব কমন্স সকল ক্ষেত্রেই বাংলাদেশীদের রয়েছে উল্লেখযোগ্য অবস্থান। এ অবস্থান থেকে নিজ দেশের গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় বলিষ্ট ভূমিকা রাখবেন বলে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে।
ঐতিহাসিক মালভেরি প্যালেসে অনুষ্ঠিত এ সংবর্ধনায় বাংলাদেশের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে কাউন্সিলের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ও বৃটেনের রানীর প্রতিনিধি খালিস উদ্দিন। সম্মাননা প্রাপ্ত অন্যরা হলেন যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার সাবিহ উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ইউএনসিএ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী ও ব্যারিস্টার রুমিন ফারহান।
লীড মেম্বার কাউন্সিলর আয়াস মিয়ার পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার, যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মালেক, শাইস্তা চৌধুরী কুদ্দুস, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, কয়সর আহমেদ প্রমুখ।