মির্জা আব্বাসের ৬ মাসের জামিন
নাশকতার দুইটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
২০১৪ সালের জানুয়ারি মাসে নাশকতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস।
তার জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট ছগির হোসেন লিয়ন। জামিনের বিরুদ্ধে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।
শুনানি শেষে হাইকোর্ট মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন। তবে এই জামিনের ফলে তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছে তার আইনজীবীরা।