মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার (০৬ জানুয়ারি) সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মির্জা আব্বাস। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া।
প্রসঙ্গত, বিভিন্ন মামলায় আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকেই ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন মির্জা আব্বাস।