মিরপুর টেস্ট : আবারও বৃষ্টির বাধা
ডেস্ক : আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হলো মিরপুর টেস্টে। প্রথম দিনের মতো মঙ্গলবার দ্বিতীয় দিনও খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে।
দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করার আগে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ১০৭। ক্রিজে আছেন রস টেইলর (৩৭) এবং চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন (২৮)।
সোমবার মিরপুরে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। প্রথম দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২২৮ রান। এরপর মঙ্গলবার সকালে ব্যাট করতে নামে স্বাগতিকরা।
সকাল থেকেই ছিল ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল। প্রথমে অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর একে একে নাসির হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন ও আবদুর রাজ্জাক।
সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের সকালে ৫৪ রান যোগ করতে সমর্থ হয় টাইগাররা। ফলে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ২৮২ রানে।
এরপর ব্যাট করতে নামে কিউইরা। দলীয় ৩১ রানে অতিথি শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। ব্যক্তিগত ১৩ রানে শর্ট লেগে মমিনুলকে ক্যাচ দেন হামিশ রাদারফোর্ড (১৩)। দলীয় এক রান যোগ হতেই আবার আঘাত হানেন সাকিব। এবার অবশ্য এলবিডব্লিউয়ের শিকার হন ফুলটন (১৪)।
সাকিবের তৃতীয় শিকার ম্যাককালাম (১১)। রুবেলের হাতে ক্যাচ দিয়ে সতীর্থদের পথ ধরেন কিউই দলনেতা।
শেষ পর্যন্ত সাত উইকেট হাতে নিয়ে অতিথিরা পিছিয়ে আছে ১৭৫ রানে।