মিনায় নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে ৬৭
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশী হাজীর সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরবে হজ মিশনের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানিয়েছিলেন, মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ৬৩ বাংলাদেশীকে সনাক্ত করা গেছে। নিহতরা সবাই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
এর আগে সোমবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা জানান, ২৪ সেপ্টেম্বরের ঘটনায় ১৩১ বাংলাদেশী হজ যাত্রী নিখোঁজ হয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মিনার ঘটনায় বিভিন্ন দেশের অন্তত ৭৬৯ জন হজযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৩৪ জন।