মিঠামইনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

17/10/2013 7:12 amViews: 7

Kishoregonj-map-sm20131017005302কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার দিল্লীর আখড়া ঘোপ এলাকায় জলমহল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কামাল ভূঁইয়া (৩০) নামে এক যুবক নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কামাল ভূঁইয়া কদমচাল পূর্ব পাড়া এলাকার বাসিন্দা।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পওয়া যায়নি। তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে জলমহল দখলকে কেন্দ্র করে অষ্টগ্রাম উপজেলার কদমচাল এলাকার জামাল মিয়া ও মুসলিম মিয়ার সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply