মা হতে চান ক্যাটরিনা

18/02/2016 12:52 pmViews: 10
মা হতে চান ক্যাটরিনা
মা হতে চান ক্যাটরিনা
দিন তার মটেও ভালো যাচ্ছে না। কিছুদিন আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। এদিকে মুক্তি পেয়েছে ফিতুর তাতেও সাফল্যের মুখ দেখতে পাননি। কিন্তু এসবে মোটেও ভেঙে পড়েননি ক্যাটরিনা কাইফ। হঠাৎ করে তিনি বলে বসলেন তিনি নাকি মা হতে চান।
সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে তারই যেন ইঙ্গিত দিলেন। জানিয়েছেন, তিনি চান তার সন্তান থাকুক। আরও বলেছেন, তারা ছয় ভাইবোন। তাই বাড়িতে সবসময় হৈ হুল্লোড় লেগেই থাকত। তারা বোনরা এতটাই একসঙ্গে সময় কাটাতেন যে বন্ধুর কোনও দরকারই হয়নি ক্যাটের। সেই সূত্র ধরেই সন্তানের কথা বলেন ক্যাট। জানান, তিনি সবসময়েই বন্ধুদের সঙ্গে, সন্তানদের সঙ্গে, পৌত্র পৌত্রীদের সঙ্গে থাকতে ভালোবাসেন। সেভাবেই থাকতে চান।

Leave a Reply