মা হচ্ছেন রানী
গত বছর এপ্রিলে রানী মুখার্জি ও আদিত্য চোপড়ার বিয়ের পর থেকেই চোপড়া পরিবারে নতুন অতিথির আগমন নিয়ে জল্পনা শুরু। দেড় বছর পর সত্যি হচ্ছে গুঞ্জন। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন রানী। কিছুদিন আগেই ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে মুটিয়া যাওয়া রানীকে দেখে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। সেটা এবার আরো পাকা হলো লন্ডনের একটা হোটেলে ‘মর্দানি’ অভিনেত্রীকে দেখা যাওয়ার পর। জানা গেছে, লন্ডনের ফোর সিজন হোটেলে ‘প্যারেন্টাল ম্যাসাজ (গর্ভকালীন ব্যথা নিরাময়ে বিশেষ ধরনের ম্যাসাজ)’ নিয়েছেন রানী। একটি অনলাইন সংবাদপত্র জানিয়েছে, এ বছরের শেষের দিকেই চোপড়া পরিবারে নতুন অতিথি আসবে। যদিও এ বিষয়ে রানী বা আদিত্য চোপড়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।