মা হচ্ছেন পূর্নিমা

19/01/2014 10:01 pmViews: 10

 

0123 শাবনূরের পর পূর্নিমাও এবার সন্তান কোলে নিয়ে হাজির হচ্ছেন কিছুদিনের মধ্যেই।
পূর্ণিমার পরিবারের এক সদস্য জানান, দু’মাস পর নিজের প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন পূর্নিমা। তিনি আরো জানান, পূর্ণিমার সন্তানের জন্মের পর ঘটা করে খবরটা সবাইকে জানানো হবে এমন চিন্তা থেকেই আগে থেকে জানানো হয়নি। তিনি পূর্ণিমার সন্তানের জন্য এবং পূর্ণিমার জন্য সকলের কাছে দোয়া চান। এছাড়া পূর্ণিমার কাছের কয়েকজন মানুষও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বর্তমানে চট্টগ্রামে শ্বশুড়বাড়িতে আছেন পূর্ণিমা। গত ৫/৬ মাস ধরে সেখানেই আছেন তিনি। তার স্বামী ফাহাদ জামিলও তার সঙ্গে চট্টগ্রামে রয়েছেন। সন্তানের খবর শোনার পর থেকে নতুন কোন কাজও হাতে নেননি এই নায়িকা। তিনি সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ছায়া-ছবি’ ছবিতে ও ‘গেইম’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন।

Leave a Reply