মায়ের জন্যই আমি নিপুন
ঢাকা : ‘সবার চেয়ে মা-ই আমাকে বেশি ভালোবাসেন। সব সময় আদর দিয়ে রাখেন। মায়ের বিশ্বাস আমি কিছু একটা করবো। তার সে বিশ্বাস কতটুকু রেখেছি জানি না। তবে মা আমাকে নিয়ে খুশি। এ কথা বারবার বলেন। এ জন্য আমিও খুশি। আর মায়ের জন্যই আমি আজকের নিপুন হতে পেরেছি।’
আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আমি আর মা’তে মায়ের সামনে কথাগুলো বলছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নিপুন। একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’।
তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন চলচ্চিত্র অভিনেত্রী নিপুন ও তার মা মনোয়ারা বেগম। নিপুনের মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানারকম মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোটবেলার ছবি ও ভিডিও ফুটেজ।
এছাড়া এ অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট। সোহেল রানা বিদ্যুৎ এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে।