মায়ের চিকিৎসা করাতে শাহাদাতের আকুতি : ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা খরচ মেটাতে খেলতে হবে।

28/02/2021 8:05 pmViews: 9
সতীর্থের গায়ে হাত তোলার খেসারত গুনছেন শাহাদাত হোসেন। আছেন বিসিবির দেয়া পাঁচ বছরের নিষেধাজ্ঞায়। যদিও শেষ দুটি বছর স্থগিত নিষেধাজ্ঞা। গত জাতীয় লিগে মেজাজ বিগড়ে অনাকাঙ্খিত ঘটনার পেরিয়ে গেছে ১৬ মাস।

শাহাদাতের শাস্তির মেয়াদ সেই হিসেবে বাকি আছে আরো ২০ মাস। কিন্তু এরই মধ্যে বিসিবি বরাবর শাস্তি কমানোর আবেদন করেছেন জাতীয় দলের সাবেক এই পেসার। কারণটা মানবিক আর হৃদয়স্পর্শীই। এই পেসারের মা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্যই দ্রুত মাঠে ফিরতে চান। খেলতে চান আগামী মার্চের শেষে শুরু হতে যাওয়া জাতীয় লিগে।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে শাহাদাত জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা খরচ মেটাতে তাকে খেলতে হবে। ভিন্ন রোজগারের অন্য কোন পথ জানা নেই তার।

গত মৌসুমে খুলনায় জাতীয় লিগের ম্যাচে সতীর্থ আরাফাত সানির গায়ে হাত তুলে নিষেধাজ্ঞা পান তিনি। দিতে হয় ৩ লাখ টাকা জরিমানাও। ওই নিষেধাজ্ঞা কমানোর অনুরোধ করে বিসিবিকে চিঠি দিয়েছেন শাহাদাত।

বাংলাদেশের জার্সিতে ৫১ ওয়ানডে এবং ৩৮ টেস্ট খেলা শাহাদাত (৩৪) বলেন, ‘শাস্তি কমানোর আবেদন করেছি। বাকিটা বোর্ডের ওপর নির্ভর করছে। আমার আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা দরকার। কারণ আমাকে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা খরচ মেটাতে হবে। ক্রিকেট ছাড়া আমার আয়ের অন্য কোনো পথও জানা নেই।’

শাহাদাত এর আগেও সাজা ভোগ করেছেন। গৃহকর্মীকে নির্যাতনের দায়ে জেলও খেটেছেন। তবে এবার আর কোন ভুল করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন তিনি। জানিয়েছেন, ভুল করলে এবার আর বোর্ডের কাউকে মুখ দেখাবেন না, ‘আমি জোর দিয়েই বলছি, এবার ভুল করলে কাউকে মুখ দেখাবো না।’

Leave a Reply