মায়ের গর্ভেও আজ শিশুরা নিরাপদ নয় : বিএনপি

01/08/2015 5:02 pmViews: 5

মায়ের গর্ভেও আজ শিশুরা নিরাপদ নয় : বিএনপি

০১ আগস্ট ২০১৫,শনিবার

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে শাসক দলের (আওয়ামী লীগ) সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি। দলটির আশা, জেদাজেদি ভুলে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে শাসকদল তাদের এই আহ্বানে সারা দেবে। তিনি আরো বলেন, সরকারের লোকেরা সন্ত্রাস ও দুর্নীতি করে সারা দেশ কাঁপিয়ে বেড়াচ্ছেন। মায়ের গর্ভেও আজ শিশুরা নিরাপদ নয়। দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। কারণ দেশে সুশাসন নেই।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, ‘‘জনপ্রশাসন প্রশাসন মন্ত্রী ও শাসকদলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে বিএনপি হতাশ। আশরাফ বলেছেন, ‘আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে।’ আমরা তার এ বক্তব্যে হতাশ। আশরাফের বক্তব্যে আমরা আশঙ্কা করছি, আগামী নির্বাচনও ৫ জানুয়ারির মতো একতরফা ভোটারবিহীন প্রহসনের নির্বাচন হবে কি না?’’
তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে শতকরা পাঁচজন লোকও ভোট দেননি। সে নির্বাচন ছিল ভোটারবিহীন। এ ধরনের নির্বাচনে গঠিত সরকার নির্বাচিত সরকার হিসেবে পরিগণিত হয় না।’
রিপন বলেন, ‘‘সরকারের লোকেরা বলছেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’ আমার প্রশ্ন, সংবিধান তো আগেও ছিল। সেই সংবিধানকে বদলিয়ে শাসকদল দেশে বিষবৃক্ষ রোপণ করেছে। এ বিষবৃক্ষের ফলে রাজনীতি আজ জর্জরিত।’’
তিনি বলেন, ‘সরকারের লোকেরা সন্ত্রাস ও দুর্নীতি করে সারাদেশ কাঁপিয়ে বেড়াচ্ছেন। মায়ের গর্ভেও আজ শিশুরা নিরাপদ নয়। দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। কারণ দেশে সুশাসন নেই। সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলন হয়ে গেল। সেখানে তারা তুলে ধরেছেন, শাসক দলের ক্যাডারদের অরাজকতার চিত্র। এ সব সরকারের জন্য সংকট। সরকার কেন এগুলো সংকট হিসেবে দেখছে না তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের লোকজন সারাক্ষণ আতঙ্কে থাকেন, কখন তাদের উপর শাসকদলের ক্যাডাররা হাত তোলে।’
বিএনপির মুখপাত্র রিপন দেশে গণতন্ত্রের উত্তরণের জন্য গণফোরাম সভাপতি ড. কামালের উদ্যোগকে সমর্থন করে বলেন, ‘তিনি সম্প্রতি দেশের গণতন্ত্রহীনতা থেকে উত্তরণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই। সমর্থন করি। সাধুবাদ জানাই।’
তিনি বলেন, ‘বিএনপি শাসকদলকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং আশ্বস্ত করছে যে, দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা ক্ষমতায় গেলে তাদের মতো প্রতিহিংসার রাজনীতি করব না। কারণ, বিএনপি কোনো গেরিলা দল নয়। তারা কোনো বিপ্লবী দলও নয়।’
আজকের দিনটি (শনিবার) দেশের জন্য অত্যন্ত আনন্দের দিন উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, ‘দীর্ঘদিন পর ১৬২টি ছিটমহল বিলুপ্ত হয়েছে। এতে ৫২ হাজার মানুষ নতুন করে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। সেখানে বাংলাদেশের পতাকা উড়ছে। তারা স্বাধীনতার স্বাধ পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদের আনন্দে আনন্দিত। তারা যাতে সকল নাগরিক অধিকার পান, তিনি সে ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।’
আওয়ামী লীগ নেতা সুরঞ্জিতসহ সরকারের কোণঠাসা নেতাদের দৃষ্টি আকর্ষণ করে রিপন বলেন, ‘সুরঞ্জিত ও গম কেলেঙ্কারির হোতাসহ অন্যদের দূর্গতির কারণ কি? তাদের মতো অন্যদেরও আয়নার সামনে দাঁড়াতে আমরা আহ্বান জানাই।’ একই সঙ্গে সুরঞ্জিতদের বিএনপির জন্য মায়াকান্না না করারও তিনি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আইন-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আব্দুস সালাম আজাদ, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।

– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/42642#sthash.pE9jrStq.dpuf

Leave a Reply