মায়ের কবরে সমাহিত গাজী মাজহারুল আনোয়ার
মায়ের কবরে সমাহিত গাজী মাজহারুল আনোয়ার
রাজধানীর বনানীতে মায়ের কবরে সমাহিত করা হয়েছে বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারকে। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। পরে বেলা ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হয়।
দুপুরের দিকে শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয়েছিলো এফডিসিতে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানান তার সহকর্মী ও প্রিয় মানুষেরা। সেখানে প্রথম জানাজা হয়। এরপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার গতকাল সকালে মৃত্যুবরণ করেন। আজ তাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটে’র উদ্যোগে মঞ্চ তৈরি করা হয়। গতরাতে তার মরদেহ রাখা হয়েছিল হাসপাতালের হিমঘরে।