মায়ার মন্ত্রিত্ব নিয়ে রিট আবেদন ফেরত
০৮ জুলাই, ২০১৫
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন ক্ষমতাবলে মন্ত্রী বা এমপি পদে বহাল আছেন তা জানতে চেয়ে দায়ের করা রিট আবেদনটি ফেরত দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি ফেরত দেন। রাজনৈতিক মামলা হওয়ায় আদালত রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।
একই সঙ্গে এই রিট শুনানির জন্য সিনিয়র কোনো বেঞ্চে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।
গতকাল মঙ্গলবার সকালে মায়া কোন ক্ষমতাবলে মন্ত্রী ও এমপি পদে বহাল আছেন তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়।
দুর্নীতির মামলায় খালাসের রায় বাতিল হওয়ার পর কোন কর্তৃত্ব বলে এখনও মন্ত্রী ও এমপি পদে রয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মায়া সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জানতে চেয়ে গত ৩০ জুন তাকে একটি উকিল নোটিস পাঠিয়েছিলেন এই আইনজীবী। সে নোটিশের জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন বলে জানা গেছে।