মায়ার মন্ত্রিত্বের ব্যাপারে সিদ্ধান্ত দেবে হাইকোর্ট

03/07/2015 4:08 pmViews: 5
মায়ার মন্ত্রিত্বের ব্যাপারে সিদ্ধান্ত দেবে হাইকোর্ট

 ০৩ জুলাই, ২০১৫

সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্বের ব্যাপারে সিদ্ধান্ত দেবে হাইকোর্ট।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, মায়ার মন্ত্রিত্ব আছে কি নেই, এই প্রশ্ন উত্থাপন করা হলে আদালতই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন নয়।

বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আইনী সহায়তা দেয়ার বিষয়ে তিনি বলেন, শুধু আইনজীবীদের পক্ষে কোটি কোটি মানুষকে আইনি সহায়তা দেয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সমাজের দরিদ্র, অবহেলিত মানুষের পক্ষে আইনি সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়ে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, ভারতের একটি উন্নয়ন সংস্থার প্রতিনিধি গগন শেঠি, ব্র্যাকের মনজুর হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply