মায়ার পদে থাকার বৈধতার রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ
মায়ার পদে থাকার বৈধতার রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রুল জারি করেন। এতে কোন কতৃত্ববলে মায়া তার পদে বহাল আছেন তা জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে, কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল রিট আবেদনটি খারিজ করে দেন। এখন প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বিচারপতির বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠাবেন।
মায়ার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূস আলী আকন্দ নামের এক আইনজীবী রিট আবেদনটি দায়ের করেন। তিনি নিজেই এ রিটের শুনানি করেন। ড. ফখরুদ্দীনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় নিম্ন আদালত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছর কারাদ- দিয়েছিল। পরে হাইকোর্ট ওই রায় বাতিল করে তাকে খালাস দেয়। কিন্তু সম্প্রতি আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে আপিলের পুনঃশুনানির নির্দেশ দিয়েছে। এর ফলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংবিধান অনুযায়ী এমপি ও মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে রিটে বলা হয়েছে।