মায়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ
প্রতিবেদক,কক্সবাজার: পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন।
রোববার অনুষ্ঠিত বৈঠকে মায়ানমার থেকে ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে।
টেকনাফ স্থলবন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. সরওয়ার জাহান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির, কক্সবাজার চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী খোকা, বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, টেকনাফ কাস্টমের তত্ত্বাবধায়ক মো. হুমায়ুন কবির, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক আবু নুর খালেদ, সোনালী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক আব্দুল করিম, টেকনাফ স্থলবন্দর আমদানি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল শুক্কুর প্রমুখ।
কক্সবাজারের এডিসি (জেনারেল) সৈয়দ নুরুল বাসির পেয়াজঁ আমদানি উদ্যোগ গ্রহণের কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, সীমান্তে বাণিজ্য সম্প্রসারণে মায়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষে অক্টোবরে বাংলাদেশ-মায়ানমার অষ্টম যৌথ বাণিজ্য সভার আয়োজন চলছে।