মাহমুদুর রহমানের জামিন আপিলে বহাল

14/02/2016 4:42 pmViews: 16
মাহমুদুর রহমানের জামিন আপিলে বহাল
 
মাহমুদুর রহমানের জামিন আপিলে বহাল

ফাইল ফটো
স্কাইপে কেলেঙ্কারির ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আবেদন খারিজ করে দেয়। এর ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রয়েছে।
বিচারপতির সঙ্গে স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় মাহমুদুর রহমানের জামিন আবেদন বাতিল করে দেয় নিম্ন আদালত। পরে হাইকোর্টে আবেদন করলে সম্প্রতি মাহমুদুর রহমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিলে বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এই আবেদন খারিজ করে দেয়া।
আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও  মাহমুদুরের পক্ষে এ জে মোহম্মদ আলী শুনানি করেন। শুনানি শেষে জামিন আদেশ বহাল রাখা হয়।

Leave a Reply