মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে যোগ দেবেন খালেদা

06/08/2015 4:59 pmViews: 4

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে যোগ দেবেন খালেদা

 

জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মরহুমের ধানমন্ডির আবাসিক এলাকার ৫নং সড়কস্থ ৪০নং বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মানবজমিন অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান জিয়াউর রহমান সরকার আমলে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া নিজ গ্রামের বাড়ি সিলেটের বিরাহামপুরে কোরআনখানি ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। সিলেট হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। লন্ডনে অবস্থিত ছোট মেয়ে জুবাইদা রহমানও পারিবারিকভাবে পিতার মৃত্যুবার্ষিকী পালন করবেন। মাহবুব আলীর খানের স্ত্রী ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সুরভির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।

Leave a Reply