মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার অনুমতি চেয়ে পুলিশের চিঠি

27/02/2016 7:02 pmViews: 8

মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার অনুমতি চেয়ে পুলিশের চিঠি

 

ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলা এজাহার হিসেবে গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম পুলিশ। শনিবার কোতোয়ালি থানা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে এ চিঠি পাঠানো হয়। মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১৭ই ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলা করেন সীতাকু- উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন। পরে আদালত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।
উল্লেখ্য এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাহফুজ আনামের বিরুদ্ধে  মোট ৭৮ টি’র বেশি মামলা হয়েছে। এর মধ্যে ২১টিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে মাহফুজ আনাম এক এগারোর সময়ে গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ ‘ভুল’ ছিল বলে উল্লেখ করেন। এরপরই তার বিরুদ্ধে একের পর এক মামলা করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply