মাশরাফিসহ দলের সবার জরিমানা

25/03/2016 4:26 pmViews: 8
মাশরাফিসহ দলের সবার জরিমানা
 
মাশরাফিসহ দলের সবার জরিমানা
ভারতের বিপক্ষে ম্যাচে ‘স্লো ওভার রেট’ এর কারণে মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের সদস্যদের জরিমানা করা হয়েছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়ক হিসেবে মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন।
শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার করার কথা, মাশরাফি তার চেয়ে এক ওভার সময় বেশি নিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টে এ রকম দুইবার সময়ক্ষেপণ করলে এক ম্যাচ নিষেধাজ্ঞার বিধান আছে। তবে কাল নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়েই শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে তাই সেই নিষেধাজ্ঞা পেতে হচ্ছে না মাশরাফিকে।
মাশরাফি দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানি আর হয়নি।

Leave a Reply