‘মালয়েশীয় ফ্লাইটটি হারিয়ে গেছে, কেউ বেঁচে নেই’

24/03/2014 9:20 pmViews: 6

 

 

কুয়ালালামপুর, ২৪ মার্চ  : মালয়েশীয় এয়ার লাইন্সের কোনো যাত্রীই বেঁচে নেই। এমএইচ৩৭০ নামের ফ্লাইটটি হারিয়ে গেছে। এমন একটি টেঙট মেসেজ ফ্লাইটটির ২৩৯ জন আরোহীর পরিবারের কাছে পাঠিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

তারা বলেছেন, কোনো ধরনের যৌক্তিক সন্দেহের বাইরেই আমরা বিষয়টি আন্দাজ করে নিয়েছি।

বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক এসব কথা জনান।

রাজাক বলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি তথ্যমতে উড়োজাহাজটির সবশেষ অবস্থান ছিলো ভারত মহাসাগরের পার্থ এলাকাতেই।

Leave a Reply