মালয়েশিয়ার জঙ্গলেও অভিবাসীদের গণকবর

24/05/2015 1:53 pmViews: 6
মালয়েশিয়ার জঙ্গলেও অভিবাসীদের গণকবর

ফাইল ফটো

মালয়েশিয়ার পারলিস রাজ্যের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর পাদাং বেসারের গভীর জঙ্গলে অন্তত ৩০টি গণকবর পাওয়া গেছে। এসব গণকবরে প্রায় কয়েকশ অভিবাসীর মরদেহ রয়েছে। গণকবরের এসব মরদেহ বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গ মুসলমান অভিবাসীদের বলে দাবি করেছে মালয়েশিার একটি গণমাধ্যম। গণমাধ্যমটি জানায়, আবিষ্কৃত গণকবরের স্থানটি একটি সংরক্ষিত এলাকা।

রোববার মালয় মেইল অনলাইনের বরাত দিয়ে দ্য স্টার পত্রিকা এ খবর জানায়। এতে বলা হয়, থাইল্যান্ডের শংখলা প্রদেশে পাওয়া গণকবরের সঙ্গে এগুলোর মিল রয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার বিকেলে বুকিত আমান থেকে পুলিশ কমান্ডো ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ ও ফরেনসিক টিমের অনেক গাড়ি সীমান্ত শহর পাদাং বেসার থেকে আসতে দেখা গেছে।

যদিও গণকবরের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সূত্রটি জানিয়েছে আগামীকাল এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর সংবাদ সম্মেলন করবেন।

সূত্রটি গণমাধ্যমকে বলেছে, “যতটা জানি, অভিযানের নেতৃত্বে রয়েছে পুলিশ। তাই কোনও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।”

পাদাং বেসার জেলা পুলিশ সদর দফতরে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, “গণকবরের অবস্থান একটি সংরক্ষিত এলাকায়, যেখানে সাধারণ নাগরিকরা প্রবেশ করতে পারে না।”

তিনি বলেন, “পুলিশ স্থানটি ঘেরাও করে রেখেছে। এটি একটি পাহাড়ি এলাকা।”

একজন গ্রামবাসী বলেছেন, “সম্ভবত পাদাং বেসারে গণকবরের সন্ধান পাওয়া গেছে। শুধু থাইল্যান্ডে নয়, অভিবাসীরা এখানেও কোথাও মরে থাকতে পারে।”

তিনি বলেন, “আপনি কোথায় মরতে চান সেটা আপনি পছন্দ করে রাখতে পারেন না।”

Leave a Reply