মালিতে নৌকা ডুবে ২০ জনের মৃত্যু
ডেস্ক : মালির নাইজার নদীতে নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।
বিবিসি জানিয়েছে, অতিরিক্ত যাত্রী এবং মাল বোঝাই নৌকাটি মপ্তি থেকে উত্তরের শহর টিম্বাকটু যাওয়ার পথে কোন্না টাউন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নাইজার নদীতে ডুবে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঐ নৌকায় কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা সর্ম্পকে কিছুই জানা যায়নি।
এদিকে একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নৌকাটিতে অতিরিক্ত মালসহ প্রায় ৪০০ জনের মত যাত্রী ছিল।
কোন্নার সরকারি কর্মকর্তা দেম্বা টিয়েমউগা জানিয়েছেন, তারা ২০টি মৃতদেহ ও জীবিত ২১০ জনকে উদ্ধার করেছেন। উদ্ধার তত্পরতা অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।