মার্চে ঢাকা আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

26/02/2016 9:59 pmViews: 34
মার্চে ঢাকা আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
 
মার্চে ঢাকা আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
দুই দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী মার্চের মাঝামাঝি বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে বাংলাদেশ ও ফিলিস্তিনির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও আঞ্চলিক ইস্যুতেও আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় দেশটির দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। আগামী মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে সফরের দিনক্ষণ নিয়ে কথা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মাহমুদ আব্বাসের সফরসূচি চূড়ান্ত হয়নি। তবে এ সফরে তার সঙ্গে একটি বড় প্রতিনিধি দল থাকছে। জানা গেছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

Leave a Reply