মার্চেই সরাসরি প্রবেশ করা যাবে মালয়েশিয়ায়

09/02/2022 10:44 pmViews: 5

মার্চেই সরাসরি প্রবেশ করা যাবে মালয়েশিয়ায়

আগামী পহেলা মার্চ থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না। এক্ষেত্রে কিছু শর্তসাপেক্ষে সরাসরি দেশটিতে প্রবেশ করা যাবে বলে জানিয়েছেন ন্যাশনাল রিকভারি কাউন্সিল (এনআরসি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াসিন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির জাতীয় গণমাধ্যমের সাথে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহিউদ্দিন ইয়াসিন।

তিনি আরো বলেন, তবে মালয়েশিয়ায় প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেস্ট করাতে হবে। মালয়েশিয়ায় প্রবেশের পর আবারো করোনা টেস্ট করাতে হবে। যদি ফলাফল নেগেটিভ হয় তাহলে কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই।

এর আগেও এনআরসি এক বৈঠকে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ সীমান্ত খোলার বিষয়টি উত্থাপন করেছিলেন।

সীমান্ত পুরোপুরি খোলার ঘোষণা দিলেও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে এই ঘোষণা কার্যকর হবে কি না। কারণ গত এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ আবারো আশঙ্কাজনকভাবে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

যদিও সীমান্ত খোলে দেয়া ও লকডাউনের বিষয়ে দেশটির সিনিয়র মন্ত্রী ডা: হিশামুদ্দিন এখনো কোনো মন্তব্য করেননি। মালয়েশিয়ায় সরকার-পর্যায়ের ঘোষণা রাতারাতি পাল্টে যাওয়ার নজিরও রয়েছে।

ইতোমধ্যে মালয়েশিয়ার অধিকাংশ জনগণ দুই ডোজ টিকা নেয়ার পর এখন তৃতীয় ডোজ গ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি তুলে দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। যাতে করে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে তারা পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেন।

Leave a Reply