মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সাতটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অঙ্গরাজ্য নিউইয়র্ক, তার রানিং মেট টিম কেইনের অঙ্গরাজ্য ভার্জিনিয়া, মেইন এবং ইন্ডিয়ান ও কানেক্টিকাট রাজ্যের কিছু অংশ ইস্টার্ন টাইমজোন (ইটি) অনুযায়ী ভোর ছয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভারমন্টে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোর ৫ টায়। নর্থ ক্যারোলিনা, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়ায় স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে ভোট শুরু হবে। ফ্লোরিডা, ডেলাওয়ার, জর্জিয়া, ম্যাসাচুস্টেস, ম্যারিল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, পেনসিভানিয়া, রোড আইল্যান্ড ও টেনেসি অঙ্গরাজ্যের কিছু অংশে ভোট শুরু হবে সকাল ৭ টায়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম কেইন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে স্ত্রী অ্যান হল্টনের সঙ্গে ব্যালটে ভোট প্রদান করেন তিনি। উল্লেখ্য, ভোট গ্রহণ শুরু ও শেষের সময় রাজ্যনুযায়ী পার্থক্য হয়। নিউইয়র্কে রাত ৯ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সিএনএন।